More
    Homeঅনান্যহাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!

    হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!

    হাতের ট্যান দূর করার উপায়

    লিকোরিস পাউডার

    লিকোরিস বা মুলেঠি গুঁড়া হচ্ছে হাইড্রোকুইনোন এর একটা প্রাকৃতিক অল্টারনেটিভ, যা স্কিন টোন লাইট করতে সাহায্য করে। এর মধ্যে আছে ‘গ্ল্যাব্রিডিন’ নামক অ্যাকটিভ কম্পোনেন্ট যা ত্বকের মেলানিন প্রোডাকশনকে নিয়ন্ত্রণ করে অল্প সময়েই ট্যান দূর করে স্কিন টোন ব্রাইট করে তোলে।

     

    হাতের ট্যান দূর করতে লিকোরিস পাউডার

     

    যেভাবে বানিয়ে ব্যবহার করবেন

     

    ২ টেবিল চামচ লিকোরিস পাউডার এর সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে প্রথমে ঘন পেস্ট বানাবেন। এরপরে এর সাথে মেশাবেন ১ চা চামচ পরিমাণ লেবুর রস। ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে বেশি ঘন মনে হলে সামান্য রোজ ওয়াটার মিশিয়ে হাতে লাগানোর উপযোগী করে নিবেন। প্যাক তৈরি করে দুই হাতে লাগিয়ে নিবেন ভালো করে। ২৫ মিনিট রেখে ভালো করে ঠান্ডা পানিতে রাব করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন।

     

    চন্দন পাউডার

    চন্দনের গুঁড়া ট্যান কাটাতে ভীষণভাবে উপকারী। এতে থাকা এক্সফোলিয়েটিং প্রোপার্টিজ ট্যান দূর করতে বেশ কার্যকরী। শসার রসে থাকা ভিটামিন সি স্কিন ব্রাইট করতে হেল্প করে।

     

     

    যেভাবে বানিয়ে ব্যবহার করবেন

     

    চন্দনের প্যাক বানাতে আপনার লাগবে ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া, ১ টেবিল চামচ টকদই, ১ টেবিল চামচ শসার রস, ১ চা চামচ লেবুর রস। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতে লাগিয়ে রাখবেন ৩০ মিনিট, এরপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

     

    চন্দনের গুঁড়ার আরেকটি দারুণ প্যাক হচ্ছে চন্দনের গুঁড়া ও নারিকেলের পানি। এই দুটি উপাদান একসাথে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে হাতে লাগালে হাতের ট্যান দ্রুত কেটে যাবে।

     

    উপটান

    ত্বকের যত্নে উপটানের কোনো জুড়ি নেই। ত্বকের অনেক সমস্যার সমাধান হয় উপটান ব্যবহারে। শুধু সঠিক নিয়মটা জানতে হবে। উপটান আপনি নিজেও বানাতে পারেন, আবার রেডি উপটান কিনেও ব্যবহার করতে পারেন।

     

    হাতের ট্যান দূর করতে উপটান

     

    যেভাবে ব্যবহার করবেন

     

    ২ টেবিল চামচ উপটানের সাথে পরিমাণমতো তরল দুধ মিশিয়ে নিন। দুধের বদলে এখানে টক দইও ব্যবহার করা যাবে। এরপরে পেস্ট বানিয়ে হাতে লাগিয়ে রাখুন সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এরপরে রাব করে তুলে ফেলে ঠান্ডা পানিতে হাত ধুয়ে নিন। একদিন পরপর এটা করতে পারলে ভালো ফলাফল পাওয়া যাবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments