হাতে চাঁদ পাওয়ার মতোই অবস্থা! বিমানে স্বয়ং ধোনি। সেইসঙ্গে স্ত্রী সাক্ষী- মেয়ে জিভা। কোনও বাধা নেই ভক্তদের সামনে। অসাধারণ হয়েও সাধারণদের সঙ্গে একই বিমানে যাত্রা! নেই নিরাপত্তার বেষ্টনী। মাহি ফের মন জিতে নিলেন যেন! থালা’কে সামনে পেয়ে কী করবেন বিমানের ভিতর ভক্তরা বুঝে উঠতে পাননি। ক্যামেরাবন্দি করেছেন সঙ্গে সঙ্গে। ভিডিও ভাইরালও হয়ে গেছে সমাজ মাধ্যমে।ধোনি হাসিমুখে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। কিছু ভক্তের সেলফি আব্দারও মিটিয়েছেন। হাতও মিলিয়েছেন।