সঠিকভাবে হাত পায়ের যত্ন নিলেই আমাদের হাত পা হয়ে যেতে পারে ফর্সা আর উজ্জ্বল। এজন্য আমাদের পার্লারে গিয়ে হাত ও পায়ের যত্ন করতে হবে না। ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহার করে আমরা খুব সহজেই হাত পায়ের যত্ন নিতে পারি। চলুন তবে দেখা যাক অ্যালোভেরা কেন উপকারী ও কী উপায়ে অ্যালোভেরা দিয়ে হাত ও পায়ের যত্ন নিতে পারি।Sale • Face Wash, Day/Night Cream, Sun Careহাত ও পায়ের যত্ন যেভাবে হবে অ্যালোভেরাঅ্যালোভেরা কেন উপকারী?হাত-পায়ের যত্ন নিতে অ্যালোভেরা জেল বের করা – অ্যালোভেরা বা ঘৃতকুমারীর ভেষজ চিকিৎসার জুড়ি মেলা ভার। অ্যালোভেরাতে আছে ভিটামিন এ, সি, ও ই। এছাড়াও আছে মিনারেল, শর্করা, অ্যামিনো এসিড, লিগনিন, স্যালিসাইলিক এসিড ও বিভিন্ন উপকারী এনজাইম। যেগুলো অ্যান্ট- অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যালোভেরায় আরও রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাংগাল এবং ক্লিঞ্জিং প্রপার্টি। যার কারণে ত্বকের সমস্যায় এটি বিশেষ উপকারী। অ্যালোভেরার স্কিন ময়েশ্চারাইজার হাত ও পায়ের আর্দ্রতা বজায় রাখে এবং হাত ও পায়ের ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। বাড়িতে টবেই আমরা অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারি।এবার জেনে নেয়া যাক কী কী পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহার করে আমরা হাত পা এর যত্ন নিতে পারি।হাত ও পায়ের যত্ন নিতে অ্যালোভেরার ৮টি প্যাক১) অ্যালোভেরা জেলঅ্যালোভেরা পাতার মাঝখানে ছুরি দিয়ে কেটে জেলটা বের করে নিয়ে হাত ও পায়ে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এই জেল আমাদের হাত পায়ের আসল স্কিন টোন ফিরে পেতে সাহায্য করে। এছাড়া পা ফাটা সমস্যায় অ্যালোভেরা দারুন উপকারী। নিয়মিত হালকা করে অ্যালোভেরা জেল হাতে-পায়ে লাগিয়ে রাতে ঘুমাতে গেলে হাত-পায়ের সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনকি শীতের রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে ভারী করে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে, তারপর শুকিয়ে গেলে পা ভালো করে কুসুম গরম পানিতে ধুয়ে মোজা পরে নিন। এতে পা এর গোড়ালি কোমল থাকবে এবং পা ফাটা কমে যাবে।২) অ্যালোভেরা স্ক্রাবহাত-পায়ের যত্নে অ্যালোভেরা স্ক্রাব – অ্যালোভেরা জেলের সাথে চিনি মিশিয়ে হাত ও পায়ে ঘষলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং এটি হাত ও পায়ের ত্বককে করে মসৃণ।৩) অ্যালোভেরা, হলুদ ও মধুর মাস্ক একটি বাটিতে অ্যালোভেরা জেলের সাথে ১ চা চামচ মধু ও এক চিমটি হলুদ গুড়ো মিশিয়ে পেস্ট তৈরী করে হাত ও পায়ে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে হাত ও পা ভাল করে ধুঁয়ে ফেলুন। সপ্তাহে ১৫ দিন এই মাস্ক ব্যবহারে আপনার হাত ও পা হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা।