উভয়ই ইন্ডাস্ট্রির নামজাদা অভিনেতা। জনপ্রিয়তার নিখিরে একে অপরকে হরদমই টেক্কা দিচ্ছেন দুই তারকা। কথা হচ্ছে সলমন খান এবং হৃতিক রোশনকে নিয়ে। প্রথম থেকেই দুই অভিনেতাকে একসঙ্গে একই পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। বছর শেষে এই অপেক্ষারই অবসান হওয়ার ইঙ্গিত মিলল বলা চলে। হ্যাঁ, হাত মেলাতে চলেছেন ‘টাইগার’-‘কৃশ’! তবে কোনও ছবি কিংবা ওয়েব সিরিজের জন্য নয়। বরং শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী ছবিতে দেখা মিলবে তাঁদের। পরিচালনায় আলি আব্বাস জাফর। সলমনের সঙ্গে জাফরের যুগলবন্দি নতুন নয়। ‘সুলতান’ থেকে শুরু করে ‘টাইগার জিন্দা হ্যায়’, একের পর এক হিট ছবি দিয়েছে এই জুটি। স্বাভাবিকভাবেই এই বিজ্ঞাপনীর ক্ষেত্রেও যে বিনোদনের দিক থেকে কোনও ভাটা থাকবে না, এমনই প্রত্যাশা ভক্তদের।