More
    Homeখবরহারিয়ে যেতে চলেছে ঐতিহ্যবাহী ট্রাম, আবেগে ভাসছে কলকাতাবাসী

    হারিয়ে যেতে চলেছে ঐতিহ্যবাহী ট্রাম, আবেগে ভাসছে কলকাতাবাসী

    কল্লোলিনী কলকাতা থেকে চিরতরে হারিয়ে যেতে চলেছে ঐতিহ্যবাহী ট্রাম। স্মৃতির পাতায় উঁকি দিয়ে মন খারাপ আবেগপ্রবণ বাঙালির। এক সময়ের রাজপথের গর্ব এবার চিরতরে হারিয়ে যেতে চলেছে। পাকাপাকি কলকাতার রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম চলাচল! দেশের মধ্যে একমাত্র কলকাতাতেই চলাচল করত ট্রাম। ১৮৮৩ সালে যাত্রা শুরু করে ১৫০ বছরের পথ চলা। হাজারো স্মৃতি এখন সাক্ষী থাকতে চলেছে স্রেফ ইতিহাসের পাতায়। কলকাতা থেকে এবার চিরতরে হারিয়ে যাচ্ছে ট্রাম। বহুদিন ধরেই জল্পনা চলছিল অবশেষে এবার চিরতরে বন্ধের মুখে কলকাতার ট্রাম।

     

    আসলে যে সময় থেকে ট্রাম তার যাত্রা শুরু করেছে সেসময় শহরে ছিল না দ্রুত গতির ক্যাব, আন্ডার ওয়াটার মেট্রো। ছিল টানা রিকশা। গতির স্রোতে ধীরে ধীরে তার জৌলস হারিয়েছে কলকাতার ট্রাম। যে সময়ে ট্রাম চালু করা হয়েছিল তার পর থেকে ১৫০ বছর পার হলেও কিন্তু রাস্তার পরিসর সেভাবে বাড়ানো যায় নি। ফলে কালের নিয়মে এবার চিরতরে হারিয়ে যেতে বসেছে কলকাতার ট্রাম। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ট্রাম চালাতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে।

     

    পাশাপাশি ধীর গতির কারণে রাস্তায় তৈরি হচ্ছে যানযটও। ওলা-উবেরের গতির ভিড়ে তার জৌলস হারিয়েছে ট্রাম। তবে হেরিটেজ হিসাবে ধর্মতলা থেকে ময়দান এই সাড়ে তিনকিলোমিটার রাস্তায় ট্রাম চালাতে চাইছে রাজ্য এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে। জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকারের অবস্থান। যদিও আগের তুলনায় কলকাতায় ট্রাম রুট ক্রমশ কমেছে। বর্তমানে স্রেফ তিনটি রুটে চলাচলা করে নস্ট্যালজিক ট্রাম। ধর্মতলা থেকে শ্যামবাজার, ধর্মতলা থেকে গড়িয়া হাট এবং টালিগঞ্জ থেকে বালিগঞ্জ। তাও টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে বন্ধ রয়েছে ট্রাম।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments