Wednesday, June 7, 2023
HomeUncategorizedহাসপাতালের বেডে শুয়ে আবেগঘন পোস্ট পাপনের, কী হয়েছে গায়কের?

হাসপাতালের বেডে শুয়ে আবেগঘন পোস্ট পাপনের, কী হয়েছে গায়কের?

 

ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী পাপন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরু ভাই আম্বানি হাসপাতালে ভর্তি। তবে ঠিক কি হয়েছে পাপনের এখনো অব্দি জানা যায়নি। হাসপাতালের বিছানায় শুয়ে টুইট করে তখন বলেছেন এ ধরনের ছোট্ট খাটো অসুখে তারা ভয় পান না। তার 13 বছরের ছোট্ট ছেলে তার সঙ্গে রাত কাটাচ্ছে।

 

হাসপাতালের বিছানায় শুয়ে টুইট করে পাপন লেখেন,” এক ধরনের ছোটখাটো লড়াইয়ে আমরা একাই বুঝি। ব্যক্তিগতভাবে এই ধরনের ছোট ঘটনা আমরা সমাজ মাধ্যমে শেয়ার করি না। এই প্রথম আমার ১৩ বছরের ছোট ছেলে আমার সঙ্গে রাত কাটাচ্ছে। এই অনুভবটা লেখায় প্রকাশ করা যায় না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments