More
    Homeবিনোদনহাসপাতালে ভর্তি অভিনেত্রী রুক্মিণী মৈত্র

    হাসপাতালে ভর্তি অভিনেত্রী রুক্মিণী মৈত্র

    একদিকে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর দুর্দান্ত সাফল্য। মুক্তির ৪০ দিন পরেও রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবির প্রতি ভালবাসা কমেনি বাংলার দর্শকদের। এমনই সময় দু:সংবাদ৷ হাসপাতালে ভর্তি অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কিছু দিন আগে জ্বরে ভুগছিলেন তিনি। দুর্বল শরীরেও দেবের ‘খাদান’ ছবির সাকসেস পার্টির আমন্ত্রণ রক্ষা করেছিলেন নায়িকা। কিন্তু তার পরই গুরুতর অসুস্থ পর্দার ‘বিনোদিনী’।

     

    রুক্মিণী ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের শয্যায় নায়িকা। একটি হাতের ছবি তুলেছেন। তারে স্যালাইনের নল। উপরে লেখা, ‘হাল ছাড়ছি না। লড়ে যাচ্ছি।’ রামকমল সেই পোস্টটি শেয়ার করে আরোগ্যকামনা করতেই ভক্তরা চিন্তায় পড়ে গিয়েছেন। তাঁরাও নায়িকার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।

     

    তবে জ্বরের জেরেই কি হাসপাতালে ভর্তি হতে হল রুক্মিণীকে? ‘নায়িকাকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রবল জ্বর এবং অতিরিক্ত পরিশ্রমের কারণেই শরীর ভয়ানক দুর্বল হয়ে গিয়েছিল। তবে এখন ভাল হচ্ছি ধীরে ধীরে। এসব তো চলতেই থাকে। আমি বেশ স্ট্রং।”

     

    সুতরাং এ কথা স্পষ্ট যে, জ্বরের কারণ বুঝতে এবং পর্যবেক্ষণে রাখার জন্য চিকিৎসক রুক্মিণীকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments