সদ্যই গিয়েছে গায়কের জন্মদিন, এর মধ্যেই হাসপাতালে স্ত্রী চৈতালী লাহিড়ী। সমাজমাধ্যমে কী লিখলেন রূপঙ্কর বাগচী। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীয়ের ছবি পোস্ট করে রূপঙ্কর লিখলেন, ‘আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল!’ যদিও ভর্তি হওয়ার কারণ খোলসা করা ছিল না সঙ্গীতশিল্পীর পোস্টে। চৈতালী লাহিড়ীর দ্রুত সুস্থতার কামনা করেছেন অনুরাগীরা।