গতকালই ডাক্তাররা জানিয়ে ছিলেন যে, দক্ষিণ ভারতের সুপারস্টার সুস্থ, তিনি ভাল আছেন। রজনীকান্তের রিপোর্টে ভয় পাওয়া বা সতর্ক হওয়ার মতো কোনও বিষয় নেই। রবিবার দুপুরেই তাঁকে হায়দরাবাদ অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া। আগামী একটা সপ্তাহ অভিনেতাকে একদম ‘বেডরেস্ট’-এ থাকতে হবে বলেই ডাক্তাররা পরামর্শ দিয়েছেন।
মূলত উচ্চরক্তচাপ জনিত সমস্যায় রজনীকান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত ২৫ ডিসেম্বর। সেখানে চিকিত্সকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিন্তু গুরুতর কোনও সমস্যা না-দেখায় ‘থালাইভা’কে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন ডাক্তাররা। অ্যাপোলোর থেকে এদিন যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে, যে রজনীকান্তের রক্তচাপ এখন স্বাভাবিক। তিনি আগের থেকে অনেক ভাল আছেন। রজনীকান্তের শারীরিক অবস্থা বিবেচনা করেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল এদিন।