আজ, মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্ত্রী মীরা ভট্টাচার্য তাঁকে বাড়িতে নিয়ে গেলেন। চিকিত্সকদের মতে, তাঁকে আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই।
বাড়িতে ফিরে খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত কয়েক দিন ধরেই বাড়ি ফিরতে চাইছিলেন তিনি। শনিবার থেকে কথা বলতে পারছেন তিনি। নিজের হাতে খাচ্ছেনও। রাইলস টিউব তাই খুলে দেওয়া হয়েছে। তাই এদিন কিছু পরীক্ষা নিরীক্ষার পর চিকিত্সকরা সিদ্ধান্ত নেন ছুটি দেওয়ার।
বাড়িতে থাকলেও বুদ্ধবাবুকে চিকিত্সকদের তত্ত্বাবধানে থাকতে হবে। সাবধানতা মেনে চলতে হবে। নিয়মিত পরীক্ষা করা হবে। চলবে ফিজিওথেরাপি। হালকা খাবারদাবার খেতে হবে। এমনিতে বুদ্ধদেবের বাড়িতেই বাইপ্যাপ, নেবুলাইজার সব প্রাথমিক চিকিত্সার পরিকাঠামো রয়েছে।
৯ ডিসেম্বর শ্বাশকষ্টের কারণে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব। তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। এখন অনেকটাই সুস্থ তিনি।