More
    Homeজাতীয়হিমাচলের কিন্নরে ভয়ঙ্কর ভূমিধস, ধ্বংসস্তুপে চাপা পড়ে কমপক্ষে ৪০ জন

    হিমাচলের কিন্নরে ভয়ঙ্কর ভূমিধস, ধ্বংসস্তুপে চাপা পড়ে কমপক্ষে ৪০ জন

    হিমাচল প্রদেশের কিন্নরে বড় ধস। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। আটকে আছে বহু গাড়িও। জানা গেছে, এদিন কিন্নরের রেকং পিও-শিমলা হাইওয়েতে বেলা পৌনে একটা নাগাদ হঠাত্‍ই ধস নামে। ধ্বংসস্তূপে পড়ে যায় একটি ট্রাক, একটি সরকারি বাস এবং বেশ কিছু অন্যান্য গাড়ি। ইন্দো টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তত্‍পরতায় তাঁরা উদ্ধারকাজ শুরু করেছে বলে খবর। গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের একাধিক পাহাড়ি এলাকায় ধস নামছে। প্রবল বর্ষণের জেরেই এমনটা হচ্ছে।

    হিমাচলের কিন্নরে ভয়ঙ্কর ভূমিধস, ধ্বংসস্তুপে চাপা পড়ে কমপক্ষে ৪০ জন

    Read More-লোকাল ট্রেন চালানোর দাবিতে দত্তপুকুরে তুমুল বিক্ষোভ!‌ অবরোধ রেললাইনে

    হিমাচল প্রদেশ পরিবহণ দফতরের বাস ৪০ জন যাত্রী নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ধস নামে বলে খবর। গোটা বাসটি ধসে চাপা বড়ে গিয়েছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সিদিক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments