Sunday, April 2, 2023
Homeজাতীয়হিমাচলে অটল সুড়ঙ্গের মাঝে আটকে পড়া ৩০০ জন পর্যটককে উদ্ধার করল হিমাচল...

হিমাচলে অটল সুড়ঙ্গের মাঝে আটকে পড়া ৩০০ জন পর্যটককে উদ্ধার করল হিমাচল পুলিশ

হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অটল সুড়ঙ্গের মাঝে আটকে পড়া কমপক্ষে ৩০০ জন পর্যটককে রবিবার উদ্ধার করল হিমাচল পুলিশ। জেলা পুলিশসুপার গৌরব সিং জানালেন, শনিবার সকালে পর্যটকদের ওই দলটি, ১০,৪০৪ ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ, অটল সুড়ঙ্গ পেরিয়ে গিয়েছিল। কিন্তু লাহুলে টানা তুষারপাতের ফলে কোথাও থাকার জায়গা মেলেনি দলটির। ফলে মানালি ফেরার পথে রোটাং-এর অটল সুড়ঙ্গের সাউথ পোর্টাল এবং মানালির সোলাং নালার মধ্যিখানে একটি রাস্তায় আটকে পড়ে দলটি। খবর পেয়ে রাত আটটা নাগাদ ৪*‌৪ আসনের প্রায় ২০টি গাড়ি নিয়ে ঢুন্ডি পৌঁছয় লাহুল-স্পিতি পুলিশ এবং কুল্লু পুলিশের যৌথ উদ্ধারকারী দল। একথা জানান মানালির এসডিএম। কুল্লুর এসপি গৌরব জানালেন, তুষারপাত এবং পিচ্ছিল রাস্তার কারণে মাঝপথেই আটকে পড়েছিল উদ্ধারকারী দলের গাড়িগুলিও। পরে সেগুলিকে নিয়ে যাওয়া হয় সুড়ঙ্গের কাছে। বেশ কিছু ট্যাক্সি, একটি ৪৮ আসনের বাস এবং একটি ২৪ আসনের পুলিশের গাড়ি মিলিয়ে মোট ৭০টি গাড়ি উদ্ধারকাজে গিয়েছিল। মানালির এসএইচও এবং ডিএসপির নেতৃত্বে উদ্ধারকাজ চলে। পরে উদ্ধারকারী দলে যোগ দেয় বিআরও-ও। শনিবার রাত আটটা থেকে শুরু হয়ে রবিবার ভোররাত পর্যন্ত চলেছে উদ্ধারকাজ। ঢুন্ডি এবং সাউত পোর্টাল থেকে আটক সব পর্যটকদেরই উদ্ধার করে মানালিতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। মানালির এসএইচও-র নেতৃত্বে উদ্ধারকারী দল এখনও এলাকা ঘুরে দেখছে আর কোনও পর্যটক আটকে আছেন কিনা জানতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments