হুডিতে ঢেকে রয়েছেন মুখ, মুখ লুকিয়ে কোথায় গেলেন শাহরুখ খান? আসলে ঠিক ‘গেলেন’ না, বরং চুপিচুপি ফিরলেন শহরে। ৩০ ডিসেম্বর, গত রবিবারই লোকচক্ষুর আড়ালে জামনগর পাড়ি দিয়েছিলেন শাহরুখ। বর্ষবরণের রাত কাটিয়ে মুম্বই ফিরলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে আব্রাম। সাধারণত, প্যাপারাৎজিদের সঙ্গে সম্পর্ক ভালোই বাদশার। কিন্তু এ দিন, এক মুহূর্তের জন্য দর্শন পর্যন্ত দিলেন না বাদশা। কঠোর নিরাপত্তার মধ্যে থাকলেও অভিনেতার সামান্য ঝলক ভাইরাল হল সমাজমাধ্যমে। যা দেখে অনুরাগীদের প্রশ্ন, কেন নিজেকে অন্তরালে রাখছেন কিং খান?