হৃতিক রোশনের সঙ্গেই প্রেমিকা সাবা আজাদ, ছবি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী সুজান খান। শুক্রবার ৫১ বছরে পা দিলেন হৃতিক। বিশেষ দিনে বিশেষ শুভেচ্ছা ভেসে এল প্রাক্তন স্ত্রীর কাছ থেকে। এ দিন একটি পারিবারিক ছবি ভাগ করেন সুজান নিজের সমাজমাধ্যমে। সেই ছবিতে হৃতিকের সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিকা সাবাও। ছবি পোস্ট করে তিনি লেখেন, “শুভ জন্মদিন। সেই সঙ্গে ‘কহো না প্যার হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তিরও শুভেচ্ছা।” উল্লেখ্য, ২০০০ সালে ‘কহো না প্যার হ্যায়’ ছবি থেকে শুরু হয়েছিল অভিনয়ের সফর। শুক্রবার ২৫ বছর পূর্ণ করল এই ছবি।