More
    Homeবিনোদনহৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান টিকু তালসানিয়া

    হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান টিকু তালসানিয়া

    বলিউডে আবার খারাপ খবর। বলিউডের বিখ্যাত অভিনেতা, বিশেষ করে কমেডিয়ান টিকু তালসানিয়া হঠাৎ হৃদরোগে আক্রান্ত। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার বয়স ৭০ বছর। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। টিকু ‘সার্কাস’, ‘হাঙ্গামা’, ‘স্পেশ্যাল২৬’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা!’-এর মতো ছবিতে কাজ করেছেন। এবং সুপারহিট টিভি শো এবং দেবদাসের মতো ছবিতে কাজ করেছেন। টিকুর অবস্থা গুরুতর আশঙ্কাজনক। চিকিৎসকেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

    তাঁর ছিল বহুমুখী প্রতিভা। তিনি নিজস্ব প্রতিভায় তিনি ভাস্বর। তাঁর মধ্যে মানুষকে হাসানোর একটা সহজাত প্রতিভা আছে। টিকু তালসানিয়া ১৯৮৪ সালে দূরদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’-র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তিনি টিভি এবং চলচ্চিত্রে শুধুমাত্র কমিক চরিত্রে অভিনয় করেছেন। টিভি এবং চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি তিনি প্রচুর থিয়েটারও করেছেন। তিনি হিন্দি, মারাঠি এবং গুজরাটি থিয়েটারে কাজ করেছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments