More
    Homeখবরহেমা কমিটির ধাঁচে কমিটির প্রস্তাব টলিপাড়ার অন্দরেও

    হেমা কমিটির ধাঁচে কমিটির প্রস্তাব টলিপাড়ার অন্দরেও

    হেমা কমিটির ধাঁচে একটি কমিটির প্রস্তাব টলিপাড়ার অন্দরেও। ‘কমিটি নিরপেক্ষ হবে, তার জন্য রাজনীতি ও বিনোদন জগতের লোকেরা হবে না এর সদস্য…; ঋতাভরীর ডাকে সাড়া মুখ্যমন্ত্রীর। কমিটি নিয়ে কী কথা হল মাননীয়ার সঙ্গে? সমাজমাধ্যমে নিজেই জানালেন অভিনেত্রী। মঙ্গলবার বিকেলে নবান্নে যান ঋতাভরী। বুধবার সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, ‘মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছিলাম হেমা কমিটির ধাঁচে এখানেও একটা কমিটি করতে। সেই ডাকে সাড়া দিয়েছেন তিনি। তবে আমি অনুরোধ করেছি, সেই কমিটি যেন নিরপেক্ষ হয় এবং এর মধ্যে রাজনীতি ও বিনোদন জগতের লোকেরা যেন সদস্য না থাকেন। বিভিন্ন পেশার মহিলারা থাকুন। তাঁরা চিকিৎসকও হতে পারেন, কিংবা আইনজীবীও হতে পারেন। যাঁরা বাংলা চলচ্চিত্র জগতের অন্দরে ঘটে চলা মহিলাদের উপর যৌন হেনস্থার তদন্ত করবেন। তার আগে যাঁরা হেনস্থা করছেন, তাঁদের চিহ্নিত করতে হবে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments