More
    Homeবিনোদনহৈমন্তী শুক্লা: গানই ছিল তার জীবনের একমাত্র প্রেম, তাই আজীবন অবিবাহিত রইলেন

    হৈমন্তী শুক্লা: গানই ছিল তার জীবনের একমাত্র প্রেম, তাই আজীবন অবিবাহিত রইলেন

    স্বর্ণযুগের খ্যাতনামা বাঙালি সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। আজীবন বিয়ে না করেই থেকে গেছেন তিনি। তার কপালে সব সময় লাল রঙের বড় টিপ দেখা যায়। কিন্তু সিঁথিতে নেই সিঁদুর। কেন আজীবন অবিবাহিত থাকারই সিদ্ধান্ত নিলেন হৈমন্তী শুক্লা?

    ১৯৫৭ সালে হৈমন্তী শুক্লা সংগীত দুনিয়াতে তার কেরিয়ার গড়তে আসেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত হরিহর শুক্লার মেয়ে তিনি। খুব কম বয়সেই অসাধারণ সংগীত শিল্পী হিসেবে তার পরিচিতি গড়ে ওঠে। রেডিও এবং অ্যালবামের জন্য প্রচুর গান গেয়েছেন তিনি। সেই সঙ্গে বেশ কিছু সিনেমাতেও প্লেব্যাক গেয়েছেন। গান ছাড়া তার জীবনে আর কিছু ছিল না কোনদিনও।

    ১৯৭১ সালে ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের উপর বৃত্তি পান হৈমন্তী শুক্লা। ১৯৭৫ সালে মিয়া তানসেন পুরস্কার পান তিনি। ১৯৮১ সালে সুর শৃঙ্গার পুরস্কার পেয়েছেন তিনি। সারা জীবনে তিনি অসংখ্য বাংলা, ওড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি, আসামি এবং ভোজপুরি ভাষায় গান গেয়েছেন।

    সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন হৈমন্তী শুক্লা। রচনা বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরিই প্রশ্ন করেন কেন তিনি বিয়ে করেননি। হৈমন্তী শুক্লা নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন গান ছাড়া আর কখনোই কোনও কিছু ভাল লাগেনি তার। গানই তার জীবনের গভীর প্রেম। যা তার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে।

    রচনা এরপর তাকে প্রশ্ন করেন, “গান নিয়ে এত ব্যস্ত ছিলে যে সংসার বাঁধলে না?’’ হৈমন্তী শুক্লা এই প্রশ্নের জবাবে বলেন, ‘‘ওইটার কথা না কখনও মাথাতেও আসেনি যে, গানই করলাম সংসার করলাম না। আমার স্বামী-সন্তান বা ছেলেপুলে হল না এভাবে ভাবিনি। আমার কত যে ছেলেপুলে। কত লোক যে আমাকে মা বলে ডাকে।’’

    হৈমন্তী শুক্লার এই উক্তি সত্যিই অনুপ্রেরণাদায়ক। সংগীতের প্রতি তার নিবেদিতপ্রাণতা এবং দৃঢ় সংকল্পই তাকে জীবনে এত সাফল্য এনে দিয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments