১০ ওভারে ৬১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। পুরোটাই জলে গেল। বিজয় হাজারে ট্রফিতেও থামল বাংলার দৌড়। প্রি কোয়ার্টার ফাইনালে হরিয়ানার কাছে ৭২ রানে হার লক্ষ্মী ব্রিগেডের। হরিয়ানার ৯ উইকেটে ২৯৮ রানের জবাবে বাংলা তুলতে পেরেছে ২২৬ রান। গতবার হরিয়ানার কাছে হেরেই বিজয় হাজারে ট্রফিতে অভিযান শেষ হয়ে গিয়েছিল বাংলা টিমের। অভিষেক পোড়েল ব্যাট হাতে করেন সর্বোচ্চ ৫৭ রান। তবে মহম্মদ শামির পারফরমেন্স আরও উজ্জ্বল করে তুলল জাতীয় দলে ফেরার ব্যাপারে। সব ঠিক থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজেই ভারতীয় দলে শামির প্রত্যাবর্তন হতে চলেছে। খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।