১০ বছর পর চেনা ছন্দে টলিউডের ‘খোকাবাবু’! ‘প্রত্যাবর্তনের’ কথা নিজেই জানালেন দেব। কীসের প্রত্যাবর্তন? বিষয়টা খোলসা করেই লিখি। বিগত কয়েক বছরে চরিত্রের প্রয়োজনে নিজেকে নিয়ে বেশ ভালই পরীক্ষানিরীক্ষা চালিয়ে গিয়েছেন দেব। বলা যেতে পারে গল্পের স্বার্থে নাচ-গানের বিষয়টি থেকে কিছুটা দূরেই ছিলেন অভিনেতা। তবে এ বার ‘খাদান’-এর হাত ধরে আবারও বাণিজ্যিক বাংলা ছবিকে ফিরিয়ে আনতে চলেছেন তিনি। এর তারই কিছুটা ঝলক মিলল রবিবার। এই ছবির প্রথম গানের ঝলক প্রকাশ্যে এসেছে এ দিন। যেখানে ‘রাজার রাজা’ শীর্ষক গানে আবারও চেনা ছন্দে নাচতে দেখা গিয়েছে দেবকে। সমাজমাধ্যমে গানের প্রথম ঝলক পোস্ট করে দেব লিখেছেন, ‘চলুন, আবারও পুরনো দিনে ফেরা যাক। প্রায় ১০ বছর পর আবার নাচ করব। আশা করছি, আপনারা আপনাদের পরিচিত দেবকে খুঁজে পাবেন।’