ডার্বি জট কাটল। ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি হচ্ছে গুয়াহাটিতে। আগামী শনিবার ৭.৩০ মিনিট থেকে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। দফায় দফায় সভার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গঙ্গাসাগর মেলার জন্য পুলিশ নিরাপত্তা না দিতে পারার কারণে আগেই কলকাতা থেকে সরে যায় ডার্বি। এরপরই কোথায় হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়। জামশেদপুর বা ওড়িশায় মাঠ না পাওয়ায় গুয়াহাটিতেই হতে চলেছে ম্যাচ। সিদ্ধান্ত হয়ে গেলেও, মোহনবাগানের কাছে এখনও চিঠি পৌঁছয়নি