More
    Homeখবর১২ বছরে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর মাথানত রোহিতদের

    ১২ বছরে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর মাথানত রোহিতদের

    হল না দূর্গ রক্ষা। বাঁচানো গেল না দ্বিতীয় ম্যাচ। হাতছাড়া হল সিরিজ। ১২ বছরে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর মাথানত রোহিতদের। পুনেতে তিনদিনেই শেষ টেস্ট। ১১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড। ইতিহাস গড়ার নায়ক মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার, দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। আর ভারত! টপ অর্ডার থেকে টেল এন্ডার, সবাই ব্যর্থ। ৩৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৫ রানে। সর্বোচ্চ যশস্বীর ৭৭। এরপর দ্বিতীয় সর্বোচ্চ জাদেজার ৪২। শুভমন ২৩। সুন্দর করেন ২১। রোহিত ৮, বিরাট ১৭, পন্থ ০, সরফরাজ ৯ এসব নিয়ে তিনদিনও পার হয়নি আর টেস্ট। তাতে থামল ভারতের ২০১৩ থেকে অপরাজেয় যাত্রা। ৪৩৩১ দিন পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments