১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতেও পদ্ম ফোটাব, নাম না করেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েকে এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী৷ তমলুক বিজেপি-র এসপি অফিস ঘেরাও অভিযান থেকে এ দিন তার জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী৷
একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ ভাবে শুভেন্দু এ দিন বলেন, ‘আমার বাড়িতে পদ্মফুল ফুটতে শুরু করেছে৷ ২৪ এপ্রিল রাম নবমীর আগে বাকি পদ্ম ফুটে যাবে৷ ‘ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্য়েন্দু অধিকারীর সঙ্গেও তৃণমূলের দূরত্ব অনেকটাই বেড়েছে৷ তাঁদের বিজেপি-তে যোগদান নিয়েও জল্পনা রয়েছে৷
পাশাপাশি শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে গিয়ে সভা করবেন তিনি৷ সেই সভা থেকে তৃণমূল সাংসদ সম্পর্কে তিনি আরও বেশ কিছু তথ্য সামনে আনবেন বলেও ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু৷ তবে এ দিনও সরাসরি অভিষেকের নাম নেননি শুভেন্দু৷