অফসাইডের বাইরের বল। সেই বলেই খোঁচা। তাতেই ১৬ বলে মাত্র ৩ রান করেই ফিরলেন বিরাট কোহলি। ব্রিসবেন কখনই পয়া ছিল না কোহলির। এবারেও সঙ্গ দিল না। তবে দোষ যে বিরাটেরই, তা নিশ্চিত সুনীল গাভাসকর। তাঁর পরিষ্কার কথা, শচীনকে দেখে শিখে নিক বিরাট। তিনি বলেন, ‘কোহলি নিশ্চয়ই ভীষণ হতাশ হবে। নিজেই হয়ত নিজেকে ক্ষমা করতে পারছে না’। এরপরই শচীনের কথা মনে করিয়ে দিয়ে গাভাসকর বলেন, ‘আমার মতে কোহলির উচিত শচীনের ২০০৪-র ইনিংস একবার ফিরে দেখা। সেখানেও প্রথম তিনটি টেস্টে শচীন অফ স্ট্যাম্পে আউট হয়েছিল। কিন্তু সিডনিতে এসে ও ঠিক করে, কভারের দিকে আর খেলবেই না। ও মিড অফের ডানদিকে খেলেছে, বোলারদের ফলো থ্রুতে খেলেছে, মাঠের অন্য সব জায়গায় খেলেছে। কিন্তু কভার ড্রাইভ একেবারেই খেলেনি। নিজের মনের উপর এরকম নিয়ন্ত্রণ থাকা উচিত।’