More
    Homeখবর১৬ সেপ্টেম্বর পর্যন্ত আর জি কর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা চালাতে পারে বিজেপি,...

    ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আর জি কর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা চালাতে পারে বিজেপি, অনুমতি দিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ

    ধর্মতলার ওয়াই চ্যানেলে ২৯ অগস্ট থেকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসেছিল বিজেপি। যার সময়সীমা ছিল বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু বিজেপিকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়ে ধর্নায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

     

    চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার সাধারণ মানুষ। গত ৯ অগস্ট সকালে আরজি করের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে দেহ উদ্ধারের পরেই রহস্য বাড়তে থাকে। বিজেপি রাজ্য সরকারের দিকে আঙুল তুলে প্রতিবাদ শুরু করে। শ্যামবাজারে ধর্নায় বসতে চেয়েছিল বিজেপি। তবে তাঁদের অভিযোগ, কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। গত ২০ অগস্ট থেকে টানা পাঁচ দিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ধর্না কর্মসূচি চালানো যাবে বলেও জানিয়েছিল হাই কোর্ট। ২৮ অগস্ট বিজেপি রাজ্যে বন্‌ধের ডাক দিয়েছিল। এর পর ২৯ তারিখ থেকে আবার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি তুলে কর্মসূচি শুরু করে বিজেপি।

     

    বৃহস্পতিবার ধর্মতলায় ধর্নার শেষ দিন ছিল। ওই দিনই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে বিজেপি ধর্মতলায় নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি চায়। বিচারপতি ভরদ্বাজ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেই ধর্নার অনুমতি দিয়েছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments