More
    Homeখেলা২০১১-২০১২-এ রেকর্ড ভেঙ্গে গেলো ২০২৪-২০২৫-এ অ্যাডিলেডের টেস্টে ,মাঠে হাজির ৫০ হাজারের বেশি...

    ২০১১-২০১২-এ রেকর্ড ভেঙ্গে গেলো ২০২৪-২০২৫-এ অ্যাডিলেডের টেস্টে ,মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক

    অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে হাজির রেকর্ড পরিমান দর্শক। ২০১১-১২ সালে ৩৫,০৮১জন সমর্থক দুই দলের খেলা দেখতে এসেছিল।এবার সেই রেকর্ডই ভেঙে গেল অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে।প্রায় ৫০ হাজারও বেশি সমর্থক উপস্থিত হয়েছে অ্যাডিলেডে টেস্টে।যদিও প্রথম দিনটা ভারতে জন্য খুব একটা ভালো শুরু হয়নি। ভারতীয় ব্যাটারা সেই ভাবে হুল ফোটাতে পারেনি অজি বোলারদের উপর।দ্বিতীয় দিনে যদি নতুন বলে বুমরাহ, সিরাজরা অসাধারণ কিছু করে দেখাতে না পারেন, সেক্ষেত্রে চাপ বাড়তে পারে রোহিত শর্মার।টিম ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে মাত্র ১৮০ রানেই অলআউট হয়ে যায়। পাল্টা জসপ্রীত বুমরাহ সাময়িক ধাক্কা দিলেও তা কাটিয়ে নিয়ে এগোচ্ছে অজিরা।

    অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তন দেখার জন্য তাই অ্যাডিলেডে যে অজিরা মাঠ ভরাবেন তা আশা করা গেছিল আগেই। আর বিরাট কোহলি শতরানে ফেরার পাশাপাশি টিম ইন্ডিয়া প্রথম টেস্টে জেতায়, ভারতীয় সমর্থকরাও যে মাঠে রোহিতদের জন্য গলা ফাটাতে আসবেন তাও নিশ্চিত ছিল।এরই মধ্যে অ্যাডিলেডে দুই দলের সমর্থকরা মিলিয়ে এক নয়া রেকর্ড গড়ে ফেললেন। সমর্থকদের সংখ্যা ৫০ হাজার ছাপিয়ে গেল অ্যাডিলেডে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments