Monday, March 27, 2023
Homeকলকাতা২০১৪ প্রাথমিকে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ফের মূল্যায়ণ করতে হবে পর্ষদকে, নির্দেশ কলকাতা...

২০১৪ প্রাথমিকে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ফের মূল্যায়ণ করতে হবে পর্ষদকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

২০১৪ প্রাথমিকে নিয়োগের পরীক্ষার নিয়োগেও এবার কার্যত স্থগিতাদেশ জারি করল আদালত। আদালতের নির্দেশ, ওই পরীক্ষার উত্তরপত্র ফের মূল্যায়ণ করতে হবে পর্ষদকে। মার্চে ফের মামলার শুনানি। তার মধ্যে রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে ভোটের আগে সম্ভব নয় নিয়োগ।

গত ২৩ ডিসেম্বর টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেয় আদালত। সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা সংসদ। এর পরই আদালতের দ্বারস্থ হন কয়েক হাজার পরীক্ষার্থী। তাঁদের দাবি, ২০১৪ সালের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। সেই প্রশ্নগুলিতে পূর্ণমান পেলে তাঁদের নাম মেধাতালিকায় থাকা সম্ভব। তাদের বাদ দিয়ে মেধাতালিকা তৈরি হলে তাঁরা বঞ্চিত হবেন।

সংদের তরফে জানানো হয়, ভুল প্রশ্নে কোনও নম্বর দেওয়া হয়নি। তালিকা তৈরি হয়েছে শুধুমাত্র সফল পরীক্ষার্থীদের নিয়ে। ভুল প্রশ্নে নম্বর দিলে কতজন নতুন করে মেধাতালিকায় আসতেন তা খাতা না দেখে বলা সম্ভব নয়। এর পরই ফের খাতা দেখার নির্দেশ দেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। আদালত জানিয়েছে আগামী মার্চের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। তার পর ফের হবে মামলার শুনানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments