More
    HomeUncategorized২০২৪-এ ফিরে দেখা যাক কোন কোন তারকা পেলেন মাতৃত্বের স্বাদ

    ২০২৪-এ ফিরে দেখা যাক কোন কোন তারকা পেলেন মাতৃত্বের স্বাদ

    বছরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে। ফিরে তাকালে যেমন শূন্যতা চোখে পড়ে তেমনই পরিপূর্ণতাও। পূর্ণতা পেয়েছে কিছু পরিবারও। কোলে এসেছে সন্তান। ২০২৪-এ ফিরে দেখা যাক কোন কোন তারকা পেলেন মাতৃত্বের স্বাদ।
    ১। কোয়েল মল্লিকঃ দেবীপক্ষের সূচনা লগ্নেই সুখবর দিয়েছিলেন তিনি। কোল আলো করে এসেছে কন্যা সন্তানই।
    ২। শ্রীময়ী চট্টোরাজঃ নভেম্বর মাসেই সন্তান জন্মের খবর প্রকাশ্যে এনেছেন কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ। কন্যর নাম রেখেছেন কৃষভি।
    ৩। অনুষ্কা শর্মাঃ কন্যা ভামিকার পর পুত্র অকায়। চলতি বছরই কোল আলো করে আসে পুত্র সন্তান। জানেন কি ‘অকায়’ নামের অর্থ?
    ৪। দীপিকা পাডুকোনঃ সেপ্টেম্বর মাসেই কোলে আসে কন্যা সন্তান। সমাজমাধ্যমে নিজেরাই জানিয়েছিলেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। নাম রেখেছেন দুয়া পাডুকোন সিং।
    ৫। রাধিকা আপ্তেঃ ২০১২ সালে চুপি চুপি ব্রিটিশ সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলরকে বিয়ে করেছিলেন রাধিকা আপ্তে। বিয়ের ১২ বছর পর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাধিকা।
    ৬। ইয়ামি গৌতমঃ গত ১০ মে ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের ঘরে আসে এক পুত্রসন্তান। তাঁর নাম রাখা হয়েছে বেদবিদ।
    ৭। নাতাশা দালালঃ অভিনেতা ও তাঁর স্ত্রী নাতাশা দলালের কোলে এসেছে প্রথম সন্তান।
    ৮। মাসাবা গুপ্তঃ ১১ অক্টোবর ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্ত এবং অভিনেতা সত্যদীপ মিশ্রর কোল আলো করে আসে কন্যা সন্তান।
    ৯। রিচা চড্ডাঃ গত জুলাইতে মেয়ের বাবা-মা হয়েছেন রিচা চাড্ডা-আলি ফজল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments