সব পরিকল্পনা তৈরি। ২০২৫ আইপিএলের পর্দা উঠবে আগামী ১৪ মার্চ। প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। পরের আইপিএলও কমবেশি একই সময়ে শুরু হবে। ২০২৬ আইপিএল শুরু হতে পারে ১৫ মার্চ। ফাইনাল হতে পারে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতে সাপ্তাহিক ছুটির দিন রবিবার। তবে সবই সূত্রের খবর। আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জানা গেছে, আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোকে ইমেল করে এই তারিখ জানিয়েছে বোর্ড। ব্লু প্রিন্টে রয়েছে ২০২৫ ও ২০২৬ আইপিএলে হবে ৭৪ ম্যাচ। ২০২৭ আইপিএলে হবে ৯৪ ম্যাচ।