Friday, March 24, 2023
Homeতথ্য প্রযুক্তি২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট রিপাবলিকান সেল, জেনে নিন কোন...

২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট রিপাবলিকান সেল, জেনে নিন কোন মোবাইলে কেমন ছাড়

২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট রিপাবলিকান সেল। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।  অ্যামাজন প্রাইমের মেম্বাররা ১৯ তারিখ থেকে সেলের সুযোগ পাবেন। এসবিআই ক্রেডিট কার্ডের উপর কেনাকাটায় রয়েছে ১০ শতাংশ ছাড়। সেই সঙ্গে ইএমআইতেও রয়েছে অফার।

এই অফারে  OnePlus 8T মোবাইলটি পাওয়া যাবে  ৪০,৪৯৯ টাকায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ৫ জি সমর্থন এবং ১২০Hz ডিসপ্লে রয়েছে।

এই সেলে অ্যামাজনে নতুন আইফোন ১২ মিনি ৬৯,৯৯০ টাকার পরিবর্তে ৫৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। তবে এর মধ্যে একটি এসবিআই ক্রেডিট কার্ড ছাড় অন্তর্ভুক্ত থাকবে।

Samsung Galaxy M51 মোবাইলটি গ্রাহকরা পাবেন ২০,৯৯৯ টাকায়। এই জন্য গ্রাহকদের ডিসকাউন্ট কুপন ব্যবহার করতে হবে।  ভারতের এই মোবাইলটি প্রথমে দাম ছিল ২৪,৯৯৯ টাকা।

দুর্দান্ত এই সেলে Xiaomi Redmi Note 9 Pro মোবাইলটি  ১২,৯৯৯ টাকায় পাবেন গ্রাহকরা।

একই ভাবে গ্রাহকরা M31s ফোনটি ১৭,৯৯৯ টাকায়, Redmi Note 9 Pro Max পাবনে ১৪,৯৯৯ টাকায়, iPhone 7 পাবেন ২৩,৯৯০ টাকায়, Redmi Note 9 মিলবে ১১,৯৯৯ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments