Sunday, September 24, 2023
Homeরাজ্য২৫ কোটি টাকা অর্থমূল্যের হেরোইন-সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের...

২৫ কোটি টাকা অর্থমূল্যের হেরোইন-সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার বর্ধমান থেকে উদ্ধার করল ২৫ কোটিরও বেশি টাকার মূল্যের হেরোইন। পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সুনীল হাওলাদার নামে এক অভিযুক্তকে। ধৃত পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে হওয়া একটি মাদক মামলায় সুনীলকে খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে তাঁরা জানতে পারেন সোমবার সন্ধ্যায় অনেকটা পরিমাণ মাদক শাগরেদদের হাতে তুলে দিতে পূর্ব বর্ধমানের রসুলপুরে সে যাবে। সেইমতো রসুলপুরে পৌঁছে যান এসটিএফ গোয়েন্দারা। রাত সাড়ে এগারোটা নাগাদ মেমারি থানার রসুলপুর বাজারে গাড়ি করে সুনীল এলে পুলিশের সোর্স গাড়িটি দেখিয়ে দেয়। গাড়িটি আটক করে পুলিশ। তল্লাশি শুরু করেন গোয়েন্দারা এবং শেষ পর্যন্ত উদ্ধার হয় এই বিপুল পরিমাণ হেরোইন। পুলিশের একটি সূত্র জানায়, গাড়িতেই রাখা ছিল এই ৫ কেজি ১৮ গ্রাম হেরোইন। যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৯ লক্ষ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments