More
    Homeজাতীয়৩০ বছর ধরে বন্ধ সার কারখানা থেকে এইমস, গোরক্ষপুরে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের...

    ৩০ বছর ধরে বন্ধ সার কারখানা থেকে এইমস, গোরক্ষপুরে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর

    গোরক্ষপুরে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী মোট ৯ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন আজ। উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে ৩০ বছর ধরে বন্ধ সার কারখানা থেকে এইমস রয়েছে। সার কারখানার জন্য হলদিয়া থেকে পাইপে করে গ্যাসলাইন আনা হয়েছে গোরক্ষপুরে। এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, এই গ্যালসাইনের জন্য উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে কম দামে পাইপের মাধ্যমে গ্যাস পাবে সাধারণ মানুষ। পাশাপাশি দেশে কর্মসংস্থানও হবে বলে জানান মোদী।

    ৩০ বছর ধরে বন্ধ সার কারখানা থেকে এইমস, গোরক্ষপুরে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর

    Read More-এবার কিষাণ ক্রেডিট কার্ডের আদলে শিল্পীদের জন্য বিশেষ কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এদিন বিগত সরকারকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘আগের সরকারের সময বছরের পর বছর এই সার কারখানা বন্ধ ছিল। সারের ক্ষেত্রে কেন আত্মনির্ভরতা প্রয়োজন, তা আমরা করোনা কালে দেখেছি। সারের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছিল। কিন্তু আমাদের সরকার সেই ভার কৃষকদের উপর দিতে দেয়নি। ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি বাড়িয়েছে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে ইউরিয়া কিলো প্রতি ৬০ টাকায় বিকোচ্ছে। কেন্দ্র চেষ্টা করছে দেশে যাতে ইউরিয়া দশ গুণ কম দামে পাওয়া যায়।’

    এদিন মোদী আরও বলেন, ‘আমরা ইথানল এবং বায়োফুয়েলের মাধ্যমে জ্বালানি তেলের ব্যবহার কমানোর চেষ্টা চালাচ্ছে। আমরা প্রতি বছর পাঁচ থেকে সাত লক্ষ কোটি টাকা খরচ করি বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে। তবে সেই আমদানির পরিমাণ কমিয়ে আত্মনির্ভর হতে চায় ভারত। আসল বিকাশ সেটাই হয়, য়ার লাভ সবাই পায়। এই কথা সেই বুঝতে পারে য়ে সংবেদনশীল, যাঁর গরিবদের জন্য চিন্তা আছে।’

    প্রসঙ্গত, এদিন হিন্দুস্তান উরভারক রসায়ন লিমিটেডের নবনির্মিত সার প্ল্যান্ট এবং এইমসের নতুন ভবনের পাশাপাশি আইসিএমআরের আঞ্চলিক মেডিক্যাল রিসার্চ সেন্টারেরও  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ৮ হাজার ৬০৩ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে সার উৎপাদক কারখানাটি। গোরক্ষপুর এইমস তৈরি করতে লেগেছে ১ হাজার ১১ কোটি টাকা।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments