৪০ এই থামলেন ঋদ্ধিমান সাহা। এই মরসুমে রঞ্জি খেলেই ক্রিকেট কেরিয়ারের ইতি টানবেন তিনি। দুই বছরের মান অভিমানের পালা শেষে এবারই বাংলায় খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনই মনে করেছিলেন অনেকে, শেষটা বাংলায় খেলেই করার জন্য এই সিদ্ধান্ত। পুজো শেষে সেই কথাটাই সত্যি করে দিলেন ময়দানের পাপালি। সমস্ত অভিমানের অবসান ঘটিয়ে অবশেষে ঘরের ছেলে ঘরে ফেরার সিদ্ধান্ত নিলেন। আইপিএলে তাঁর রিটেনশন হয়নি। নিলামে তাঁকে কোনও দল নেবে কিনা তাও দেখার। তবে সবমিলিয়ে এটাই শেষ মরসুম উপভোগ করেই শেষ করতে চান ঋদ্ধি।