বুড়ো ঘোড়া আজও সচল। ৪০ বছর ২৪২ দিন বয়সেও নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচ জেতালেন অনুষ্টুপ মজুমদার। ৯৯ রানে ম্যাচ জিতিয়েই ফিরলেন ড্রেসিংরুমে। ক্রুণাল-হার্দিক দাদাভাই দেখলেন বাংলার রাজ। বিজয় হাজারে ট্রফিতে ৪২ বল বাকি থাকতেই বরোদাকে হারিয়ে দিল বাংলা। এই জয়ের ফলে বাংলার পয়েন্ট ৩ ম্যাচে ১০। ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। নেট রান রেটের জন্য এগিয়ে আছে তারা। বরোদা প্রথমে ব্যাট করে তোলে ২২৮ রান। জবাবে বাংলা ৩ উইকেট হারিয়েই পৌঁছে যায় জয়ের বন্দরে। বাংলার হয়ে বল হাতে তিন উইকেট নেন সায়ন ঘোষ। ব্যাট হাতে সেঞ্চুরি হাতছাড়া হওয়া অনুষ্টুপকে যোগ্য সঙ্গ দেন সুমন্ত গুপ্ত (৬৯)। হার্দিক-ক্রুণাল দুই ভাই-ই এদিন ছাপ ফেলতে পারেনি খেলায়।