More
    Homeবিনোদন৪২ তম জন্মদিনে দেবের কিছু কথা

    ৪২ তম জন্মদিনে দেবের কিছু কথা

    মহাপ্রভূ যীশুর জন্মদিনের দিনই জন্ম হয়েছিল অভিনেতা তথা সাংসদ দেবের। তিনি এখনো টলিপাড়ার ব্যাচেলর। ৪২ বছরে পা দিলেন দেব। জন্মদিনের মতো বিশেষ দিনটি তিনি এদিন তাঁর ছবির টিমের সঙ্গেই কাটালেন। খাদান ছবির প্রযোজক, পরিচালককে পাশে নিয়ে কেমন কাটলেন পর্দার শ্যাম। এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে দেব তাঁর টিম খাদানের সঙ্গে জন্মদিন পালন করছেন। তাঁর সামনে থাকা টেবিলে একাধিক কেক রাখা থাকতে দেখা যাচ্ছে। সবাই মিলে বার্থডে সং গাইছেন তাঁর জন্য। তাতে যোগ দিয়েছেন খোদ দেবও।

    দেবকে এদিন নীল টিশার্ট এবং কালো প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পাশে ছিলেন খাদান ছবির প্রযোজক নিসপাল সিং রানে এবং পরিচালক সুজিত দত্ত রিনো। দেব এদিন কেক কাটতেই তাঁকে সেই কেক খাওয়ান রানে। দেবও তাঁকে কেক খাইয়ে দেন। অভিনেতা বাদ দেননি পরিচালককেও কেক খাওয়াতে।

    দেবের জন্মদিন উপলক্ষ্যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই শুরুতেই দেখা যায় লেখা আছে, ‘আলাপ করুন আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টরের সঙ্গে।’ এরপর সেখানে খাদান ছবির শ্যুটিংয়ের নানা মুহূর্তের কোলাজ দেখা যায় আর ভিডিয়োর শেষে লেখা ‘শুভ জন্মদিন দাদা।’ এই ভিডিয়ো কোলাজের ক্যাপশনে লেখা হয়, ‘ তোমার দূরদৃষ্টি, তোমার প্যাসন এবং তোমার দুর্দান্ত এনার্জি আমাদের প্রতিদিন অনুপ্রেরণা জোগায় সে অন এবং অফস্ক্রিন দুই জায়গাতেই। আজ সেই মানুষটাকে উদযাপন করছি যে একসঙ্গে অনেক দায়িত্ব পালন করেন, অভিনেতা, প্রযোজক, এবং এখন ক্রিয়েটিভ ডিরেক্টর। শুভ জন্মদিন দেব অধিকারী দা।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments