সিল লাগানো বেশ কয়েকটি টাকার গোছা, সেখানে স্বাভাবিকভাবেই আঁকা এক বিরলকেশ ব্যক্তির ছবি, তবে দাঁড়ান! ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। ব্যক্তিটির চোখে কিন্তু চিরচেনা সেই গোলা চশমার ফ্রেম অনুপস্থিত। ঠিকই ধরেছেন। নোটটি জাল নোট। আর যাঁর ছবি সেখানে রয়েছে, তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী নন। বরং তিনি হলেন অনুপম খের এবং হুবহু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো দেখতে হলেও সেখানে লেখা ‘স্টার্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’। বিষয়টি দেখে কিছুটা হতচকিত হয়েছেন স্বয়ং অভিনেতাও। সমাজমাধ্যমে নোটের এক ঝলক পোস্ট করে লেখেন, ‘বোঝো কাণ্ড! ৫০০ টাকার নোটে গান্ধীজির ছবির জায়গায় আমার মুখ! যখন যা খুশি ঘটতে পারে।’