৫০ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়া যায় কিনা, সে বিষয়ে অবস্থান জানতে চেয়ে সব রাজ্যকেই নোটিস দিল শীর্ষ আদালত। মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণ সংক্রান্ত আইনের বৈধতা নিয়ে একটি মামলার শুনানি ছিল এদিন সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ ন্যায়ালয়ের বক্তব্য, এই ধরনের মামলার রায়ের প্রভাব অনেক বেশি, তাই এ ক্ষেত্রে সব রাজ্যের বক্তব্য শোনা উচিত।
চাকরি এবং শিক্ষাক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণ দিতে ২০১৮ সালে এসইবিসি আইন পাশ হয় মহারাষ্ট্রে। যা নিয়ে পরে বিতর্ক হতেই আইনের বৈধতা নিয়ে তুলে মামলায় বোম্বে হাইকোর্টে। ২০১৯ সালের জুনে ওই মামলায় রায়ে আইন বাতিল না করলেও আদালত জানায়, ১৬% সংরক্ষণ দেওয়া যায় না। চাকরি ক্ষেত্রে ১২ শতাংশ এবং শিক্ষাক্ষেত্রে ১৩ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়া যায় না। পরবর্তীকালে ওই মামলা যায় শীর্ষ আদালতে। সেপ্টেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট আইন বাতিল না করলেও কার্যকর করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। তবে পাশাপাশি এও জানায়, যাঁরা এই আইনের সুবিধা পাচ্ছেন, তা তাঁদের থেকে ছিনিয়ে নেওয়া হবে না।