বয়স ৩৬ প্লাস। ৫১ তম ওডিআই সেঞ্চুরি করে ওয়েডিং রিং-এই চুম্বন দিয়ে ভালবাসা ছুড়ে দিলেন বিরাট কোহলি। সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে ৮২ শতরানের মালিক হলেন। অনুষ্কা শর্মাও ভালবাসার মানুষকে প্রতিদান দিতে দেরী করেননি। সমাজমাধ্যমেই পোস্ট করেছেন বিরাটের ছবি। স্ত্রী হিসেবে যে গর্বিত লাভ চিহ্ন দিয়েই বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, টিভির পর্দা থেকেই তড়িঘড়ি তুলেছেন স্ক্রিনশট। বিরাটই যে পাক বধের নায়ক।