বর্ষীয়ান অভিনেতা শ্রী বিশ্বজিত্ চট্টোপাধ্যায়কে ৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ইন্ডিয়ান পার্সোন্যালিটি অফ দ্য ইয়ার সম্মানে সম্মানিত করা হবে। তথ্য সংস্কৃতি মন্ত্রক, প্রকাশ জাভেদকর ৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।
এই বছর মার্চ মাসে ইন্ডিয়ান পার্সোন্যালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের দ্বারা ভূষিত করা হবে বাংলা ও হিন্দি সিনে জগতের অভিনেতা, পরিচালক, প্রযোজক, সঙ্গীতশিল্পী বিশ্বজিত্ চট্টোপাধ্যায়কে। তাঁর অন্যতম হিন্দি ছবিগুলির মধ্যে রয়েছে, বিষ সাল বাদ, কোহরা, এপ্রিল ফুল, মেরে সানম, নাইট ইন লন্ডন, দো কালিয়া, কিসমতের মত।
বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান অবিস্মরণীয়। চৌরঙ্গী, গড় নাসিমপুর ছবিতে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করে নিজের অভিনয়ের দাপট দেখিয়েছিলেন তিনি। পরবর্তীকালে কুহেলি, শ্রীমান পৃথ্বীরাজ, জয় বাবা তারকনাথ, আমার গীতির মত ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছেন বাংলার দর্শকমহলকে।