More
    Homeজাতীয়৭১-এর যুদ্ধের ৫০ বছর, দুই দেশের বীর যোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন করে বন্ধুত্ব দৃড়...

    ৭১-এর যুদ্ধের ৫০ বছর, দুই দেশের বীর যোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন করে বন্ধুত্ব দৃড় করার বার্তা মোদীর

    মুক্তিযুদ্ধে জয়লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতিবেশী দেশকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দুই দেশের বীর যোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন করে বন্ধুত্ব দৃড় করার বার্তা দেন মোদী। এদিন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন,  ‘৫০তম বিজয় দিবস উপলক্ষে আমি মুক্তিযোদ্ধা, ভারতীয় সশস্ত্র বাহিনীর যোদ্ধা, বীরাঙ্গনা এবং সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করতে চাই। একসাথে, আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি। ঢাকায় ভারতীয় রাষ্ট্রপতির উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।’

    ৭১-এর যুদ্ধের ৫০ বছর, দুই দেশের বীর যোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন করে বন্ধুত্ব দৃড় করার বার্তা মোদীর

    Read More-আজ থেকে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকবে ATM, ব্যাহত একাধিক ব্যাঙ্কিং পরিষেবাও

    উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিরাট সাফল্য পেয়েছিল বাংলাদেশ৷ ঢাকার রমনা ময়দানে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী৷ সেই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয় ওপার বাংলায়৷ বিজয় দিবসের ৫০তম বর্ষে ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ৷ সেই আমন্ত্রণ রক্ষা করে তিনদিনের সফরে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বুধবারই ঢাকা যান রাষ্ট্রপতি৷

    আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মানীয় অতিথি হিসেবে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। এর আগে বুধবার বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডঃ একে আবদুল মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি। অন্যদিকে, এই একই কারণে ভারতেও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ভারত-বাংলাদেশের বন্ধুত্বের প্রমাণ হিসাবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাছাড়া, পারস্প সম্প্রতি প্রদর্শন করতে দুই দেশই একসঙ্গে পালন করছে ‘মৈত্রী দিবস’৷

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments