আইএসএল ডার্বি। ৯০ মিনিটের লড়াইয়ের আগে ফের দুই প্রধানের হাতে হাত। আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে ফের একজোট। ফের উঠল ‘জাস্টিস ফর আরজি কর, দুই প্রধানের এক স্বর’। দ্বৈরথের আগে মানববন্ধনের ডাক দেওয়া হয়। তাতেই হাজির হয়েছিলেন সিনিয়র চিকিৎসকরাও। হাজির হন মোহন-ইস্টের সমর্থকরাও। ওঠে বিচার চাই-এর স্লোগান। সল্টলেক স্টেডিয়ামের সামনেও প্রতিবাদ জানান সমর্থকরা। পুলিশের অনুমতি না থাকায় ১৮ আগস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল হয়ে যায়। কিন্তু সেদিনই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে একসঙ্গে বিক্ষোভ দেখান ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডান সমর্থকরা। সেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পথ। আইএসএল ডার্বিতেও রুবি থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত নানা জায়গায় মানববন্ধনের মাধ্যমেই প্রতিবাদ জানান