More
    Homeখবর৯১ বছরে এই প্রথম ভারতের মাটিতে একটিও বল না খেলেই টেস্ট ম্যাচ...

    ৯১ বছরে এই প্রথম ভারতের মাটিতে একটিও বল না খেলেই টেস্ট ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

    ৫ দিনের টেস্ট। তাতে মাঠে গড়ালো না একটা বলও! ৯১ বছরে এই প্রথম ভারতের মাটিতে একটিও বল না খেলেই টেস্ট ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। আর ২৬ বছর পর কোনো বল খেলা ছাড়াই পরিত্যক্ত হল টেস্ট ম্যাচ। যুদ্ধ বা মহামারি বাদে গোটা ম্যাচ পরিত্যক্ত হল এই নিয়ে অষ্টমবার। তাতে ভারত ডুবল লজ্জায়। গ্রেটার নয়ডায় বৃষ্টি বাগড়া দেওয়ায় আফগানিস্তান-নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট করাই গেল না। টস পর্যন্ত করা যায়নি। ১৯৩৩ সালে এশিয়ায় টেস্ট খেলা শুরুর পর বৃষ্টির কারণে গোটা ম্যাচই পরিত্যক্ত হল এই প্রথম। নয়ডার স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে প্রথমদিন থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। আফগান হেড কোচ জোনাথন ট্রট বলেন, ‘দুর্ভাগ্যজনক। বৃষ্টি যে এভাবে খেলায় প্রভাব বিস্তার করবে তা কে জানত। বছরের এই সময়ে টেস্ট খেলা একটু জটিল।’ প্রসঙ্গত, আফগানিস্তান নিজেদের দেশে খেলতে না পারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে এই টেস্ট খেলতে এসেছিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments