এএফসি চ্যালেঞ্জ লিগে সাফল্যের পর আইএসএলে ব্যর্থতা মোছার পালা ইস্টবেঙ্গলের। ৯ অক্টোবর মিনি ডার্বিতে মহমেডানের মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড। শুরু হয়েছে তার প্রস্তুতিও। তবে সেই ম্যাচে অনিশ্চিত রক্ষণভাগে অন্যতম ভরসা ফুটবলার হেক্টর ইউস্তে। যা মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচের আগে ফের চিন্তা বাড়াল লাল হলুদ শিবিরে। বসুন্ধরা কিংস ম্যাচে কুঁচকিতে চোট পান হেক্টর। অস্বস্তি নিয়েই খেলেন নেজমেহ এফসি-র বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে। এরপর দল কলকাতায় ফিরলেও ইউস্তে ব্যক্তিগত চিকিৎসককে দেখাতেই দেশে ফিরে গেছেন। লাল হলুদ ম্যানেজমেন্টের আশা সাত বা আট তারিখ চিকিৎসককে দেখিয়ে কলকাতায় ফিরবেন তিনি। ফিরতে পারলেও স্প্যানিশ ডিফেন্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।