৯/১১ তারিখটা অনেকদিন মনে রাখবেন লাল হলুদ সমর্থকরা। কারণ, এইদিনই আইএসএল মিনি ডার্বিতে লাল হলুদের ৯ জন অদম্য লড়াই করল সাদা কালো ব্রিগেডের ১১ জনের বিরুদ্ধে। নাটকীয় মোড়ের পর ম্যাচ শেষপর্যন্ত ড্র। জয় না পেলেও, অবশেষে মহমেডানের বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় শেষ করে প্রথম পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই আধঘণ্টা খেলা গড়াতেই জোড়া লাল কার্ডে ব্যাকফুটে চলে গিয়েছিল অস্কার ব্রুজোর দল। সেই ফায়দা তুলতে ব্যর্থই চের্নিশভের মহমেডান। ম্যাচে নাটকীয় মুহূর্ত তৈরি হয় ২৭ মিনিটে। নন্দকুমারকে ট্যাকল করায় রেফারি হলুদ কার্ড দেখান মহমেডানের ফুটবলার অমরজিৎ সিং কিয়ামকে। নন্দকুমার হতাশায় হাত চালিয়ে্ দেন। তাতে প্রথমটায় হলুদ কার্ড ও পরে কথা কাটাকাটিতে লাল কার্ড দেখেন। নন্দকে লাল কার্ড দেখানো মাথাগরম করে ফেলেন আবার নাওরেম মহেশ। ক্ষুব্ধ মহেশ লাথি মারেন মাঠে পড়ে থাকা একটি জলের বোতলে আগেই হলুদ কার্ড দেখেছিলেন, এই ঘটনায় ফের হলুদ কার্ড দেখায় মাঠের বাইরে যেতে হয় তাঁকেও। আইএসএলে এই প্রথমবার কোনও দল প্রথমার্ধেই জোড়া লাল কার্ড দেখল। ম্যাচ সেখানেই ঘুরে যেতে পারত। কিন্তু লাল হলুদ ব্রিগেডের একতা তা হতে দেয়নি। ৯ জনে মিলেই ১১ জনের বিরুদ্ধে লড়াই চালায়। যে লড়াই জয় এনে দিতে না পারলেও, লড়াইয়ের প্রেরণা দেবে গোটা লাল হলুদকে।