More
    Homeজাতীয়‌চিট ফাণ্ড মালিকদের আদালতে হাজির করানোর জন্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

    ‌চিট ফাণ্ড মালিকদের আদালতে হাজির করানোর জন্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

    ‌চিট ফাণ্ড মালিকদের আদালতে হাজির করানোর জন্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যাযের ডিভিশন বেঞ্চ। এমপিএস-সহ আরও চারটি চিট ফাণ্ড সংস্থার মালিকদের আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ এই সংস্থাগুলির মধ্যে রয়েছে গুলশন গ্রুপ অফ কোম্পানিজ, আইনোভা, প্রিমিয়ার অ্যাগ্রো ও ফিডেক্স ইন্ডাস্ট্রি৷ এর মধ্যে এমপিএসের বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর এখনও জেলে বন্দি রয়েছেন৷ তাঁদেরও আগামী শুনানিতে হাজির করতে বলা হয়েছে৷

    হাইকোর্টের মত, অধিকাংশ ক্ষেত্রেই চিট ফান্ড সংস্থাগুলির কোনও আইনজীবী আদালতে উপস্থিত থাকছেন না৷ ফলে, মামলার একপেশে শুনানি করতে হচ্ছে। এতে আমানতকারীদের ক্ষতিপূরণের বিষয় দিনের পর দিন ঝুলেই থাকছে।

    এই প্রসঙ্গে আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস বলেন, ‘‌এমপিএসের মামলায় আগে আদালতে আইনজীবী দাঁড়াতেন৷ কিন্তু এখন কোনও আইনজীবীকেই দাঁড়াতে দেখা যাচ্ছে না৷ আমাদের তরফে আমরা জানিয়েছি। এমপিএসের পাঁচজন ডিরেক্টর আপাতত দমদম সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন৷ তাঁদেরও পরের শুনানির দিন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে৷’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments