রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। ভোটের মুখে রাজ্য–রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সে কথা জানিয়েও দিয়েছেন তিনি। কিন্তু শুক্রবার তাঁর এক মন্তব্যকে ঘিরে ফের নতুন করে শুরু হল জল্পনা। এদিন এক অনুষ্ঠানে গিয়েছিলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ। ভবিষ্যতে আর রাজনীতি করবেন কিনা প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, ‘টিকিট পেলে রাজনীতি করব। টিকিট না পেলে করব না।’ আর তাঁর এই বক্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
এদিন এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চিরঞ্জিৎ। রাজনীতি ছেতে অব্যাহতির কারণ জানতে চাইলে এদিন তিনি বলেন, ‘বুড়ো হয়ে গিয়েছি সে জন্যই এই সিদ্ধান্ত।’ এর পর সাংবাদিকের প্রশ্ন, ‘আগামীদিনে কী করবেন?’ উত্তরে চিরঞ্জিৎ বলেন, ‘ ছবি আঁকব, সিনেমা করব, কত কিছু করব।’ আর রাজনীতি? তখনই চিরঞ্জিৎ কোনও রাখঢাক না রেখে বলেন, ‘টিকিট পেলে রাজনীতি করব। টিকিট না পেলে করব না।’