More
    Homeজাতীয়‘‌পদ্মশ্রী’‌ পুরস্কারে ভূষিত হলেন '‌হাঁদা ভোদা'‌র স্রষ্টা নারায়ণ দেবনাথ সহ সাত বাঙালি

    ‘‌পদ্মশ্রী’‌ পুরস্কারে ভূষিত হলেন ‘‌হাঁদা ভোদা’‌র স্রষ্টা নারায়ণ দেবনাথ সহ সাত বাঙালি

    তাঁর কলমে জীবন্ত হয়ে উঠেছে হাঁদা ভোদা, নন্টে ফন্টে, বাঁটুলেরা। যা পড়ে বড় হয়েছে বাঙালি। আবার বড় হয়েও হতে চায়নি। সেই নারায়ণ দেবনাথ এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। তিনি ছাড়াও আরও ছ’‌ জন বাঙালি এই পুরস্কার পাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস।
    রীতি মেনে সাধারণতন্ত্র দিবসের আগের দিন পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র। প্রতি বছর এমনটাই হয়ে থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২১ সালে সর্বোচ্চ পদ্ম সম্মান পদ্মবিভূষণ পাচ্ছেন সাত জন। ১০ জন পাচ্ছেন পদ্মভূষণ। আর পদ্মশ্রী পাচ্ছেন ১০২ জন। এ বছর বাংলা থেকে শুধুই পদ্মশ্রী পাচ্ছেন সাত জন। নারায়ণ বাবু ছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা। কামতাপুরী ভাষার প্রসারের জন্য এই পুরস্কার। শিল্পবিভাগে পাচ্ছেন শান্তিপুরের তাঁত শিল্পী বীরেনকুমার বসাক। সাহিত্য ও শিক্ষা বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার। অর্জুন পুরস্কারের পর পদ্মশ্রী পাচ্ছেন মৌমা দাস। আদিবাসী সমাজের গুরুমা কমলি সোরেনকে সমাজসেবার জন্য দেওয়া হচ্ছে পদ্মশ্রী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments