Sunday, September 24, 2023
Homeরাজনৈতিক‘‌পুরস্কৃত’ হলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, রাজ্য কমিটিতে মিলল গুরুত্বপূর্ণ পদ

‘‌পুরস্কৃত’ হলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, রাজ্য কমিটিতে মিলল গুরুত্বপূর্ণ পদ

পুরস্কৃত হলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তৃণমূল রাজ্য কমিটির সহ সভাপতি করা হচ্ছে তাঁকে। পাশাপাশি একই পদে দায়িত্ব পাচ্ছেন মোয়াজ্জেম হোসেন ও শঙ্কর চক্রবর্তী। রবিবার তৃণমূলের রাজ্য কমিটিতে সহ সভাপতি হিসেবে তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

এদিন শতাব্দী বলেন, ‘‌আমি খুব খুশি যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কর্মী হিসেবে যে কাজটা করে এসেছি এবং করছি সেটাকেই স্বীকৃতি দেওয়া হল। আমাকে আগামীদিনে আরও কাজ করতে হবে। দলের কাছে, অভিষেকের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। কারণ, তাঁরা এটা মনে করেছেন যে আমি সক্রিয়ভাবে রাজনীতি করতে পারব এবং করতে চাই।’‌

দিন তিনেক আগেই ফেসবুকে তাঁর ফ্যান ক্লাবের তরফ থেকে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন শতাব্দী। ফেসবুক সেই পোস্ট নিয়ে চলে চরম নাটকীয়তা। এর পরই শতাব্দী সংবাদমাধ্যমকে জানান, তিনি দিল্লি যাচ্ছেন। এবং তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের দেখাও হতে পারে। রাজ্যের বিরোধী দল বিজেপি তাঁকে স্বাগত জানায়। অবশ্য তার ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল হয় শতাব্দীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments