Wednesday, October 4, 2023
Homeপশ্চিমবঙ্গ'‌২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে', হুঙ্কার অমিত শাহের

‘‌২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে’, হুঙ্কার অমিত শাহের

মেদিনীপুর কলেজ মাঠের সভাস্থল থেকে হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলে দিলেন, ‘‌২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে।’‌ এরপরই আক্রমণাত্মক অমিত বলেন, ‘‌কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা থেকে আজ বঞ্ছিত বাংলা। কৃষকরা, গরিব মানুষরা প্রত্যেকে নিজেদের প্রাপ্য পাচ্ছেন না।’‌ মমতার উদ্দেশে তিনি বলেন, ‘‌এই তো সবে শুরু। আরও অনেকে বিজেপিতে আসবেন। ভোটের সময় দেখবেন। আপনি একা রয়ে গেছেন।’‌
দলবদল প্রশ্নে মমতাকে বিঁধে অমিত শাহ বলেন, ‘‌আপনিও তো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। সেটা দলবদল ছিল না?‌। তাহলে এখন এই কথা কেন বলছেন!‌’‌ অমিতের আরও সংযোজন, ‘‌যাঁরা বিজেপিতে আসছেন। একসময় মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে এসেছেন। আর এখন তৃণমূল তোলাবাজি, দুর্নীতির দল হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments