More
    Homeজাতীয়'অপরাধীরা পালাতে চেষ্টা করলে তাদের গুলি করাই নিয়ম': অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব...

    ‘অপরাধীরা পালাতে চেষ্টা করলে তাদের গুলি করাই নিয়ম’: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

    এবার পুলিশের গুলি চালনাকে সমর্থন করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন, ‘অপরাধীরা পালাতে চেষ্টা করলে তাদের গুলি করাই নিয়ম।’ সোমবার তিনি বলেন, মহিলাদের প্রতি হওয়া অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। পুলিশের চার্জশিটে যেন কোনও ভুল না থাকে। এদিন রাজ্যের বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত অফিসারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, অসমে পুলিশের কাজের মানোন্নয়ন করা প্রয়োজন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘ধর্ষণ, যৌন হেনস্থা এবং মহিলাদের ওপরে আক্রমণের ঘটনায় চার্জশিট পেশ করতে হবে দ্রুত। খুন, অস্ত্র পাচার ও মাদক পাচারের মামলায় যাতে দ্রুত বিচার হয়, তাও দেখতে হবে।’ পুলিশের গুলি চালানো সম্পর্কে তিনি বলেন, ‘যদি কোনও অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনতাই করে পালাতে চেষ্টা করে, অথবা এমনিই পালাতে চেষ্টা করে, তাহলে আইন তার পায়ে গুলি চালাতে অনুমতি দেয়। বুকে গুলি চালানোর অনুমতি দেয় না।’ পরে তিনি বলেন, ‘আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, আমাদের রাজ্যে পুলিশে ঘন ঘন গুলি চালাচ্ছে কেন? আমি তাদের বলি, এমনটাই হওয়া উচিত। অপরাধী যদি পুলিশ কাস্টডি থেকে পালানোর চেষ্টা করে, তাহলে গুলি চালানোই উচিত।’ সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ কাউকে গুলি করে মারতে পারে না। গণতন্ত্রে আইনমাফিক অপরাধীদের বিচার হয়। পুলিশ তখনই গুলি চালায় যখন আর কোনও উপায় থাকে না।’ গত মে মাস থেকে রাজ্যে অন্তত ১২ জন সন্দেহভাজন জঙ্গি ও অপরাধীকে গুলি করে মারা হয়েছে। অভিযোগ, তারা পুলিশ হেপাজত থেকে পালাতে চেষ্টা করেছিল। এছাড়া বেশ কয়েকজন ধর্ষণে অভিযুক্ত এবং গরু পাচারকারী আহত হয়েছে পুলিশের গুলিতে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments