More
    Homeরাজ্যঅপেক্ষার অবসান! ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে বীরভূমের তারাপীঠের মন্দির

    অপেক্ষার অবসান! ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে বীরভূমের তারাপীঠের মন্দির

    করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত শুরু হওয়ায় সামাজিক জমায়েত রুখতে বিভিন্ন সামাজিক ক্ষেত্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। জ্বর মধ্যে মন্দিরগুলিও ছিল অন্যতম। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হল। আগামী বুধবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে বীরভূমের তারাপীঠের মন্দির। রাজ্যে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তবে মন্দির খুললেও জারি থাকছে বিধি নিষেধ। সমস্ত করোনা বিধি মেনে তবেই মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারবেন ভক্তরা।

    করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের অন্যান্য মন্দিরের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরও। তবে আজ সোমবার মন্দির কমিটির এক বৈঠকের পর কমিটির পক্ষ থেকে জানানো হয় আগামী ১৬ই জুন খুলতে চলেছে মন্দির। বিগত কয়েকদিনে রাজ্যে সংক্রমণের গ্রাফ কমতেই মন্দির খোলার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সংক্রমণ রুখতে রাজ্য সরকার কড়া বিধিনিষেধ জারি করার পরই বন্ধ করা হয়েছিল মন্দির। এই সময় ভক্তদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও মাতৃ আরাধনার জন্য সেবাইতদেরই পালা করে পুজো করার অনুমতি ছিল। তবে মন্দিরের দ্বার বন্ধ থাকলেও ভিডিও কলের মাধ্যমে এতদিন মায়ের দর্শন করছিলেন ভক্তরা। তারাপীঠ মন্দিরের সেবাইত সংঘের সেবাইতরাই উদ্যোগ নিয়ে ভক্তদের ভিডিও কল করে মায়ের দর্শনের ব্যবস্থা করছিলেন। এমনকী পুণ্যার্থীদের দাবি মেনে ভিডিও কলেই তাঁদের নাম, গোত্র ধরে পুজোও দিয়ে দেন। শুধু তাই নয়, দূরে থাকা পুণ্যার্থীদের কাছে ডাকযোগে সংকল্প করা পুজোর ফুল পাঠিয়ে দেওয়া হচ্ছিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments